Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্প

ক্রমিক নং ও প্রকল্পের নাম

প্রকল্পের কেন্দ্রিয় দপ্তর

কিকি কার্যক্রম

বাসত্মবায়নের ধাপ

১) সেকেন্ডারী এডুকেশন ষ্টাইপেন্ড প্রজেক্ট      

     (এসইএসপি)

 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষাঅধিদপ্তর, শিক্ষাভবন, ঢাকা।

শিক্ষারমান উন্নয়ন ও ঝরে পড়া রোধ করতে ৬ষ্ট থেকে ১০ম শ্রেণির দরিদ্র মেধাবী ছাত্র-১০% এবং দরিদ্র মেধাবী ছাত্রী-৩০% হারে উপবৃত্তি বিতরন করা।

প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরনির্বাচন পূর্বক উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসারের তত্বাবধানে প্রকল্পের কেন্দ্রিয় কার্যালয় বাসত্মবায়ন করে থাকে।

২) উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তি প্রদান প্রকল্প (এইচএসএসপি)

 

উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের ৪০% হারে দরিদ্র ও মেধাবী ছাত্রীদের উপবৃত্তি প্রদানের মাধ্যমে উচ্চ শিক্ষাও ভালো ফলাফলে উৎসাহী করে তোলা।

 

৩) টির্চাস কোয়ালিটি ইমপ্রম্নভমেন্ট প্রজেক্ট (টিকিউআই)

 

প্রশিক্ষনেরমাধ্যমে শিক্ষকদেরআধুনিক শিক্ষাপদ্ধতিতে শ্রেণিকক্ষপাঠদানের উপযোগী করে তোলা এবং সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্র তৈরী করার নিমিত্তে শিক্ষকদেরপ্রশিক্ষণপ্রদান করা।

প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষনেরনিমিত্তে শিক্ষকনির্বাচন পূর্বক উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসারের মাধ্যমে প্রশিক্ষণকেন্দ্রে প্রেরন নিশ্চিতকরন।

৪) সেকেন্ডারী এডুকেশন সেক্টর ডেভলপমেন্ট প্রজেক্ট (এসইএসডিপি)

 

শিক্ষায়অনুন্নত প্রতিষ্ঠানকে সরকারী অর্থায়নে শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ পূর্বক শিক্ষারমান উন্নয়নে সহযোগীতা করা।

 

প্রকল্পের কেন্দ্রিয় কার্যালয়।

৫) স্নাতক(পাশ) ওসমমান পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তি প্রকল্প

সত্মাতক (পাশ) ও সমমান পর্যায়ে ছাত্রীদের ৩০% হারে দরিদ্র ও মেধাবী ছাত্রীদের উপবৃত্তি প্রদানের মাধ্যমে ঝরে পড়া মেয়েদের উচ্চ শিক্ষারলাভের  উৎসাহী করে তোলা।

মাননীয় ‘প্রধান মন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড’